দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ও ‘ডি’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তির তারিখ ২১ ডিসেম্বর রোববার, ‘বি’ ও ‘সি’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি ২২ ডিসেম্বর সোমবার, ‘ই’ ও ‘এফ’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি ২৩ ডিসেম্বর মঙ্গলবার।
এছাড়া ‘এ’ ও ‘ডি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি ২৪ ডিসেম্বর বুধবার, ‘বি’ ও ‘সি’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি ২৮ ডিসেম্বর রোববার এবং ‘ই’ ও ‘এফ’ ইউনিটের অপেক্ষমাণ তালিকা হতে ভর্তি ২৯ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।
মেধা তালিকায় ভর্তির জন্য শিক্ষার্থীদের ভর্তির দিনে বেলা ১১টার মধ্যে পছন্দক্রম ফরম জমা দিতে হবে।
তবে অপেক্ষমাণ তালিকায় ভর্তির জন্য নির্দিষ্ট দিনে শিক্ষার্থীদের পছন্দক্রম ফরম ১১টার মধ্যে জমা দেওয়ার পর এদের মধ্য হতে ইউনিট অনুযায়ী শূন্য আসনে ওইদিনই ভর্তি করা হবে।
এদিকে, হাবিপ্রবির ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও আবাসিক হলসমূহ ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় অফিসের সব কার্যক্রম চলবে। আগামী ১ জানুয়ারি ২০১৫ হতে ক্লাস শুরু হবে ও আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪