ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠেয় ৪৯তম সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক গ্রাজুয়েট ও পদকপ্রাপ্তদের রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ১১ ডিসেম্বর ২০১৪, বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার পর্যন্ত যথাযথ নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করা যাবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুকদের ৪৯তম সমাবর্তন-২০১৫ এর ফরম পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে সংগ্রহ করে ও যথাযথভাবে পূরণ করার পর রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে আগামী ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবারের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফিস জমা দেওয়া যাবে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায়।
৪৯তম সমাবর্তন আগামী ১৩ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪