ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনায় ল্যাবরেটরি স্কুলের ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
খুলনায় ল্যাবরেটরি স্কুলের ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা।  

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নগরীর ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ড চত্বরে আবার ভর্তি পরীক্ষা নেওয়া বা পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবিতে এ মানববন্ধন করা হয়।


এতে মেধা তালিকায় স্থান না পাওয়া শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় সচেতন লোকজন ‍অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল নিয়ে নীরব জালিয়াতি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করলে অনিয়মের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

অবিলম্বে ভর্তি পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বাদ দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আহ্বান জানান অবিভাবকরা।

একই সঙ্গে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে খাতাগুলো পরীক্ষা-নিরীক্ষাসহ নতুন করে দেখার দাবি জানান তারা।

অভিভাবকরা জানান, স্থানীয় একটি কোচিং সেন্টারেরই ৭৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া স্কুলের প্রধান শিক্ষককে পরীক্ষার ফলাফল তৈরির প্রক্রিয়া থেকে বাইরে রাখায় পুরো ভর্তি পরীক্ষাটি অনিয়মের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

মেধা তালিকায় একশ’ ২০ জনকে ভর্তির জন্য রাখা হয়। এর মধ্যে মিজান একাডেমিক কোচিং সেন্টার থেকে ৮২ জন মেধা তালিকায় স্থান পায় যার পাশের হার ছিল ৭৯.২ শতাংশ। এমনকি এই কোচিং সেন্টার থেকেই ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে।

অভিবাকরা পুরো বিষয়গুলো সামনে রেখে তদন্ত করে সত্য ঘটনা উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে কোচিং সেন্টারের পরিচালককে জিজ্ঞাসবাদ করার দাবিও জানানো হয়।

আন্দোলন পরবতী কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন শেষে অভিভাবকরা খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামালের কাছে স্বরকলিপি দেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।