ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকের ইংরেজি ভার্সনে পিছিয়ে বরিশাল

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
প্রাথমিকের ইংরেজি ভার্সনে পিছিয়ে বরিশাল

ঢাকা: প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের সংখ্যা এবং ফলাফলে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ।

এ বিভাগ থেকে মাত্র ২৬ জন শিক্ষার্থী ইংরেজি ভার্সন থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেয়।

এরমধ্যে অনুপস্থিত ছিল এক ছাত্রী। তবে পাশের হার শতভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, ঢাকা বিভাগ থেকে ইংরেজি ভার্সনে ৪ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এরমধ্যে পাশের হার ৯৯ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪৩৭ জন।

১৩৪ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ২৮ জন।

রাজশাহী বিভাগে ইংরেজি ভার্সনে ৩১৩ পরীক্ষার্থী পিএসসিতে অংশ নেন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯০ পরীক্ষার্থী। পাশের হার শতকরা ৯৮ দশমিক ৭১ শতাংশ।

খুলনায় ইংরেজি ভার্সনে পিএসসিতে পরীক্ষার্থী ছিল ১৮৯। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১৪ জন।

চট্টগ্রামে ইংরেজি ভার্সনে এক হাজার ৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১২ জন। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৫৪ শতাংশ।

৫১৮ জন পরীক্ষার্থী ইংরেজি ভার্সনে অংশ নেয় সিলেটে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন। পাশের হার ৯৯ দশমিক ৬১ ভাগ।

এছাড়া রংপুরে ইংরেজি ভার্সনে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বিভাগে ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।