ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বিদেশি কেন্দ্রগুলোতে পাসের হার শতকরা ৯৯ দশমিক ২০ শতাংশ।
আটটি প্রতিষ্ঠানের মধ্যে ছয়টির ফলাফলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
বিদেশের বিভিন্ন কেন্দ্রে ৫০১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৯৭ জন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেএসসি ও জেডেসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ১৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করেছে ১৮২ জন।
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ শিক্ষার্থী। পাসের হার শতকরা ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
রিয়াদস্থ বাংলাদেশ অ্যাম্বেসি স্কুল থেকে ১১৫ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ২৫ জন।
লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুলের পাঁচ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ-৫ পেয়েছে এক শিক্ষার্থী।
কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ মাশউর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল থেকে ৭৯ জন জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।
আবু ধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল থেকে ৪৬ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে আর জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।
বাহরাইনের মানামায় বাংলাদেশ স্কুলের তিন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর ২৯ জনের সবাই পরীক্ষায় পাস করেছে।
বাহরাইনের রাস আল খায়মায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে একজন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩ জন।
ওমানের বাংলাদেশ স্কুল সাহাম-এর ১৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪