জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহা. আলী নূর এবং সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. মো. আবুল হোসেন নির্বাচিত হয়েছেন। তাদের প্রাপ্ত ভোট সংখ্যা যথাক্রমে ২২১ ও ২১৮।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লীমা হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ৯ হতে দুপুর আড়াইটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়া, সহ-সভাপতি পদে ২১৩ ভোট পেয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ২১২ ভোট পেয়ে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২১২ ভোট পেয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন।
পাশাপাশি সদস্য পদে ২৩২ ভোট পেয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আমিনুল ইসলাম, ২৩১ ভোট পেয়ে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ২২৫ ভোট পেয়ে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল ইসলাম, ২২২ ভোট পেয়ে নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুব ও আইন বিভাগের প্রভাষক এ বি এম আশরাফুজ্জামান, ২১৯ ভোট পেয়ে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক তাসলিমা আক্তার, ২১৭ ভোট পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ সরকার, ২১৫ ভোট পেয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ, ২১৩ ভোট পেয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার এবং ২১১ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন নির্বাচিত হন।
ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লীমা হক বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রকারের অভিযোগ ছাড়াই বেলা আড়াইটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৪২২ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪