ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে সাংবাদিক সমিতির শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
জবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে সাংবাদিক সমিতির শুভেচ্ছা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যরা।

শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূরের ধানমন্ডির বাসায় মঙ্গলবার রাতে তারা শুভেচ্ছা জানান।


 
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সেলিমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কাযনির্বাহী পরিষদের নির্বাচনে অধ্যাপক ড. মোহা: আলী নূর সভাপতি ও অধ্যাপক ড. আবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।