ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

৩৪তম বিসিএসে উত্তীর্ণ আরো সহস্রাধিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
৩৪তম বিসিএসে উত্তীর্ণ আরো সহস্রাধিক

ঢাকা: ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে আরো এক হাজার একশ ১৬ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা বুধবার বাংলানিউজকে জানান, সাধারণ ও কারিগরি/পেশাগত উবয় ক্যাডারের জন্য নয়শ ৫৩ জন, কারিগরি/পেশাগত ক্যাডারে একশ ৪৪ জন উত্তীর্ণ হয়েছেন।



এ ছাড়া স্থগিত থাকা ১৯ জন প্রার্থীকেও উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হয়। এদের মধ্যে সাধারণ ক্যাডারে আট, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারে পাঁচ, কারিগরি/পেশাগত ক্যাডারে ছয়জন রয়েছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে কমিশন, যাতে উত্তীর্ণ হন নয় হাজার আটশ ২২ জন।

এ নিয়ে মোট ১০ হাজার নয়শ ৩৮ জন উত্তীর্ণ হলেন। উত্তীর্ণদের তালিকা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

কারিগরি ক্যাডারে একজন প্রার্থীর (রেজি. ০৩৯১২৯) ফল স্থগিত করা হয়েছে। তাকে আগামী ৮ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাগজ নিয়ে কমিশনে উপস্থিত হতে হবে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ২৬ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।