ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষক নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।



নির্বাচনে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন স্যায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার ও সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক পদে ব্যবসায় প্রশাসন বিভাগের মো.  আবদুল কাইয়ুম মাসুদ, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. কামাল উদ্দিন, প্রচার সম্পাদক পদে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের মাহাবুবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. শফিউল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের মো. মাহবুবুল হক এবং কোস্টাল এগ্রিকালচার বিভাগের মেহেদী হাসান রুবেল।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. বেল্লাল হোসাইন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হোসেন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাজিয়া মাজেদী।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।