ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আশুলিয়ায় একে কলেজে ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণী

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
আশুলিয়ায় একে কলেজে ক্রীড়া প্রতিযোগিতা-পুরস্কার বিতরণী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: আশুলিয়ার দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে দুইদিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ। শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে।

কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ উদ্দিন খান ইম‍ু, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার, মাহবুবুর রহমান, মো. কামাল উদ্দিন, মো. হেলাল উদ্দিন মাদবর, আমজাদ হেসেন সরকার, মো. আব্দুল খালেক ও সাভার উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সেলিম মন্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।