ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ৯ম সমাবর্তনের প্রস্তুতি সম্পন্ন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
রাবির ৯ম সমাবর্তনের প্রস্তুতি সম্পন্ন

রাবি (রাজশাহী): রাজনৈতিক অস্থিরতার কারণে সফলভাবে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে শঙ্কা থাকলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার অনুষ্ঠিতব্য নবম সমাবর্তনের সব আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে।

এ অনুষ্ঠানে গ্রাজুয়েট, শিক্ষক ও অতিথি মিলে ৬ হাজারেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত হওয়ার কথা রয়েছে।



এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সমাবর্তন বর্জসহ নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নির্দিষ্ট সময়েই সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রত্যয়ী বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবর্তন এ কথা জানান রাবি উপাচার্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য প্রফেসর মু. মিজানউদ্দিন বলেন, বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে নি। তবে, এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিত সমাবর্তন করার চেষ্টা করবে।

বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সমাবর্তন বর্জনের ব্যাপারে উপাচার্য বলেন, রাজনৈতিক চাপের কারণে তারা সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে সাংগঠনিক কমিটিসহ মোট ১৮টি উপ-কমিটি কাজ করে যাচ্ছে। এসব কমিটি ও উপ-কমিটির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। এবারের সমাবর্তন অনুষ্ঠানটি শেষ করতে দুই কোটি ৩০ লাখ টাকা খরচ হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়- রাষ্ট্রপতি রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন, প্রক্টর প্রফেসর তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ছাদেকুল আরেফিন ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন প্রমুখ।

রোববার অনুষ্ঠিতব্য নবম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। এতে সমাবর্তন বক্তা থাকবেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তালাত আহমদ। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন মোট ৪ হাজার ৭৭১ জন গ্রাজুয়েট।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।