ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণিত অলিম্পিয়াডে রানারআপ সুমাইতাকে জাবি’র অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
গণিত অলিম্পিয়াডে রানারআপ সুমাইতাকে জাবি’র অভিনন্দন সুমাইতা বিনতে শরিফ

ঢাকা: ২০১৫ সালের বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে ঢাকা অঞ্চলের প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ায় সুমাইতা বিনতে শরিফকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।



সুমাইতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনের মেয়ে।

অভিনন্দন বার্তায় বলা হয়, সুমাইতার এ অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত। আমরা আশা করি ভবিষ্যতে সুমাইতা আরো সাফল্য অর্জন করবে।

সুমাইতা বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণীর ছাত্রী।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।