নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থি কর্মকর্তারা নয়টি পদে এবং বিএনপি-জামায়াতপন্থিরা দুই পদে বিজয়ী হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগপন্থি কর্মকর্তারা হলেন- সভাপতি পদে তারেক মো. রাশেদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি পদে সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে আবদুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক পদে এ এস এম সায়েম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সঞ্জীব কুমার দে, মহিলা বিষয়ক সম্পাদক পদে নারগিস আক্তার হেলালী। এছাড়া, কার্যকরি পরিষদ পদে মেছবাহ উদ্দিন পলাশ ও মোহাম্মদ উল্লাহ্ নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত বিএনপিপন্থি কর্মকর্তারা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এস এম সায়েম এবং কার্যকরি সদস্য পদে মোহাম্মদ সাইফুদ্দিন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আবদুল জলিল এবং প্রধান গ্রন্থাগারিক জাহাঙ্গীর হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫