ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বেরোবিতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় তদন্ত কমিটি

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষকদের ডরমেটরি ও অনশনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রক্টর ড. নাজমুল হককে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলী রায়হান সরকার ও সহকারী প্রক্টর সিরাজ-উদ-দৌলা। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার রাতে ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধান, দোষী ব্যক্তিদের চিহ্নতকরণ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে করণীয় বিষয়ে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে গঠিত কমিটিকে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।