ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উপাচার্যের পদত্যাগ দাবি

আমরণ অনশনে বেরোবির শিক্ষক-কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
আমরণ অনশনে বেরোবির শিক্ষক-কর্মচারীরা

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের একটি অংশ উপাচার্যের (ভিসি) পদত্যাগ এবং শিক্ষকদের ওপর হামলার বিচারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন।

রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে তারা এ অনশন শুরু করেন।



অনশনকারীরা জানান, ভিসি’র পদত্যাগ ও শিক্ষকদের ওপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা এ অনশন চালিয়ে যাবেন।

এদিকে শিক্ষকদের অপর একটি অংশ এ অন্দোলনের বিরোধিতা করে বলেছেন, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কিছু শিক্ষক তাদের স্ব-স্ব ডিপার্টমেন্টের ছাত্র ও কর্মচারীদের নিয়ে এ অযৌক্তিক আন্দোলন করে আসছে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

তাদের এ অযৌক্তিক দাবির সঙ্গে বেশিরভাগ শিক্ষক-শিক্ষার্থীর কোনো সমর্থন নেই। জিম্মি করে কোনো দিন কেউ কোনো আন্দোলনে সফলতা পায়নি। এরাও পাবে না।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।