ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবির সমাবর্তন স্থগিত

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
বাকৃবির সমাবর্তন স্থগিত

বাকৃবি (ময়মনসিংহ): অনিবার্য কারণবশত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সপ্তম সমাবর্তন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল খালেক সপ্তম সমাবর্তন স্থগিতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।



বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল খালেক বলেন, ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। পরবর্তীতে সমাবর্তনের পরিবর্তিত তারিখ জানানো হবে। তবে ঠিক কি কারণে সমাবর্তন স্থগিত করা হলো সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

সমাবর্তনের রেজিস্ট্রেশন গত ২১ জানুয়ারি শেষ হয়েছে। এতে মোট ৮১৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এছাড়া ষষ্ঠ সমাবর্তনের পর থেকে যাদের সনদ দেওয়া হয়নি তাদেরসহ সপ্তম সমাবর্তনে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে মূল সনদ দেওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।