ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুমিল্লায় আর্মি ইউনিভার্সিটির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
কুমিল্লায় আর্মি ইউনিভার্সিটির উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি উদ্বোধন করা হয়েছে।  
 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন।


 
এ সময় আরো উপস্থিত ছিলেন- কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহিদুর রহমান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইলিয়াস ইফতেখার রসুল প্রমুখ।  
 
বিশ্ববিদ্যালয়টি দুটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করেছে। বিভাগ দুটি হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।  
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫       

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।