ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
জাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি): রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েক’শ কর্মচারী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ ৯৬ জন পোষ্যকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতি পালন করা হয়।



এ সময় ৯৬ জন পোষ্যকে বিশ্ববিদ্যালয়ে ১৭ ও ১৮ তারিখের মধ্যে ভর্তি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান কর্মচারীরা। তা না হলে ১৯ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাসে লাগাতার ধর্মঘটের ডাক দেন তারা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, পোষ্য কোটাকে সীমিতকরণ এবং প্রতিযোগিতার আওতায় না আনায় এ জটিলতা সৃষ্টি হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।