ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইঞ্জিনিয়ারিং কলেজে জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
ইঞ্জিনিয়ারিং কলেজে জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির নির্দেশ

ঢাকা: ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত নম্বর/জিপিএ’র ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-১৫ (কারিগরি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।



আদেশে নম্বরের ভিত্তিতে ময়মনসিংহ ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থী ভর্তির অনুমতি দিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।

ময়মনসিংহ ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ইতোমধ্যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে এসএসসি ও এইচএসসির নম্বরের ভিত্তিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আদেশে বলা হয়, ভর্তির ক্ষেত্রে মেধাক্রম ও অপেক্ষমাণ তালিকা প্রণয়ন এবং তা যথাযথভাবে অনুসরণ করতে হবে। এছাড়া তৎপর থাকতে হবে শূন্য আসন পূরণেও।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরের ভিত্তিতে তিন ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথমবর্ষে চার বছর মেয়াদী বিএসসি (ইঞ্জিনিয়ারিং) কোর্সে শিক্ষার্থী ভর্তি করাতে নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিকসহ বিভিন্ন চাপ এড়াতে এই নির্দেশ ছিল।

ফরিদপুর ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিচালিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপত্তির কারণে ফরিদপুর ও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে নম্বরের ভিত্তিতে ভর্তি শুরু করা যায়নি।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, ময়মনসিংহ ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির কার্যক্রম চলমান।

তিন ইঞ্জিনিয়ারিং কলেজে এবার ৩০০ শিক্ষার্থী ভর্তি করানো হবে বলে জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।