ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে ভাষা-যোগাযোগ বিভাগের নবীন বরণ

মাসুদ আজীম, গণ বিশ্ববিদ্যালয় থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে ভাষা-যোগাযোগ বিভাগের নবীন বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণ বিশ্ববিদ্যালয়: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে ‘ঐ নূতনের কেতন ওড়ে কাল বোশেখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর’  স্লোগানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ শাহ কোরেশী, স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আশরাফ উল করিম খান, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. লায়লা পারভীন বানু, রাজনীতি ও প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আতাউর রহমান খান, উপ রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু, ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের প্রধান ড. আবেদা আফরোজা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিচালক এনায়েত-এ-মওলা জিন্নাহর নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।