ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটের বাসে হামলা, শিক্ষকসহ আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
কুয়েটের বাসে হামলা, শিক্ষকসহ আহত ২

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বাসে ইট ও পাথর ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে থাকা শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ ও কর্মচারী মো. বাবুল আহত হয়েছেন।



রোববার (১ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফুলবাড়িগেট সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের পৌঁছে দিয়ে বাসটি ক্যাম্পাসে ফিরছিল। ফুলবাড়িগেট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে রাস্তার পাশে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ওই গাড়িতে (খুলনা মেট্ট্রো-চ-০৮-০০০৩) ইট-পাটকেল ও পাথর ছুঁড়ে মারে। এ সময় গাড়ির কাঁচ ভেঙ্গে যায় এবং দু’জন আহত হন।

এ বিষয়ে কুয়েটের পরিবহন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান থানায় অভিযোগ করা হবে বলে জানান।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।