ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বোরোবিতে অভিজিৎ হত্যার নিন্দা জ‍ানিয়ে শাস্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বোরোবিতে অভিজিৎ হত্যার নিন্দা জ‍ানিয়ে শাস্তি দাবি

রংপুর: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও শাস্তির দাবি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়নশীল বাংলাদেশে প্রগতিশীল চর্চাকে রুদ্ধ করতেই একজন মুক্তমনা লেখককে হত্যা করা হয়েছে। জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার জন্যই বিভিন্ন সময় প্রগতিশীল মানুষদের হত্যা করা হচ্ছে।

অভিজিৎ রায় হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মৌলবাদ ও জঙ্গিবাদের কালো থাবা বিস্তারের অশনি সংকেত লক্ষ্য করা যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে দেশে মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মূল করতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

একই সঙ্গে অভিজিৎ রায়ের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. অজয় রায়ের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।