ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে প্রিসিশন এগ্রিকালচার বিষয়ক কর্মশালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
বাকৃবিতে প্রিসিশন এগ্রিকালচার বিষয়ক কর্মশালা

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো প্রিসিশন এগ্রিকালচার বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

উন্নত প্রযুক্তি ব্যবহার করে জমিতে সার, কীটনাশক ও পানি সেচের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রশমিত করার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।



মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের সভাকক্ষে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ওই কর্মশালার উদ্বোধন করা হয়।

কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক।

বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মেসবাউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরকার।

আমেরিকার নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির মাধ্যমে জাপান সরকারের অর্থায়নে কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিক কর্মকর্তারা এতে অংশগ্রহণ করছেন।

মঙ্গলবার কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।