ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি-তে জাভা প্রোগ্রামিংয়ের উপর সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
জাবি-তে জাভা প্রোগ্রামিংয়ের উপর সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: জাভা প্রোগ্রামিংয়ের উপর সেমিনারের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

মঙ্গলবার (১০ মার্চ) বিভাগটি ‘জাভা প্রোগ্রামিং লার্নিং অ্যাসিসটেন্ট সিস্টেম’ শীর্ষক এ সেমিনারটির আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন জাপানের ওকাইয়ামা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নোবাউ ফুনাবিকি।

তিনি তার প্রবন্ধে জাভা প্রোগ্রামিংয়ের ইতিহাস, প্রয়োগপদ্ধতি ও প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

পরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এসময় অধ্যাপক ড. নোবাউ ফুনাবিকি জানান, তার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক শিক্ষা-গবেষণার সুযোগ রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যে আইটি সম্পর্কিত শিক্ষা-গবেষণার আরও সুযোগ সৃষ্টির আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাতকালে প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলী, অধ্যাপক ড. যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক ড. মো. এমদাদুল ইসলাম, ড. ইসরাত জাহান, মো. এজহারুল ইসলাম, সনজিৎ কুমার সাহা, স্বর্ণালী বসাক, তানজিলা রহমান ও তাহসিনা হাসেম উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।