ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির বি ইউনিটের সাক্ষাৎকার ১২ ও ১৫ মার্চ

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
কুবির বি ইউনিটের সাক্ষাৎকার ১২ ও ১৫ মার্চ

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক  (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় বি ইউনিটের তৃতীয় অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের সাক্ষাৎকার বৃহস্পতিবার ১২ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।
 
বি ইউনিটে বিজ্ঞান ও বাণিজ্যিক শাখা থেকে ভর্তিচ্ছুদের জন্য অল্পসংখ্যক আসন খালি থাকা সাপেক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।



এ দুইদিন বিজ্ঞান শাখা থেকে মেধাক্রমানুসারে ২০১ থেকে  ৩৫০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। এছাড়া ১৫ মার্চ বাণিজ্যিক শাখা থেকে মেধাক্রমানুসারে ২২১ থেকে ৩৫০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে।

প্রতিদিন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে সকাল সাড়ে ৯টায় সাক্ষাৎকার শুরু হবে।

বুধবার (১১ মার্চ) বি ইউনিটের ভর্তি কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।