ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্বাধীনতা রক্ষার জন্যই বিরোধীদের প্রতিহত করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
স্বাধীনতা রক্ষার জন্যই বিরোধীদের প্রতিহত করতে হবে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্যই বিরোধীদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে জীবন বাজি রেখে যেভাবে সবাই যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, ঠিক সেভাবে অর্জিত স্বাধীনতা রক্ষায় বিরোধীদের প্রতিহত করতে হবে।

এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হওয়ার আহ্বান জানান তিনি।

স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বেরোবি’র প্রক্টর ড. নাজমুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক, নারী ও লিঙ্গ অধ্যয়ন বিভাগের সজল রায় প্রমুখ বক্তব্য দেন।  

এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর নেতৃত্বে ক্যাম্পাসে স্বাধীনতা শোভাযাত্রা বের করা হয়।

দুপরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পৃথক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।