ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ছাত্রলীগ সমর্থককে নেতার মারধর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
রাবিতে ছাত্রলীগ সমর্থককে নেতার মারধর

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে-ই-বাংলা ফজলুল হক হলের সিট নিয়ে দ্বন্দ্বের জেরে নিজ সংগঠনের এক সমর্থককে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।



মারধরের শিকার ছাত্রলীগের সমর্থক আসলাম হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা ‍জানায়, সম্প্রতি হলের ২১৪ নম্বর
কক্ষের একটি সিটে এক শিক্ষার্থীকে তোলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম। পরে পাশের ২১৬ নম্বর কক্ষের ছাত্র 
ছাত্রলীগ সমর্থক আসলাম হোসেন ২১৪ নম্বর কক্ষের ওই ছাত্রকে সিটটি ছেড়ে দিতে বলেন।

এ নিয়ে বিকেল ৩টার দিকে মুজাহিদুল ও আসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসলামকে কয়েকটি চড়-থাপ্পড় মারেন মুজাহিদুল। এ সময়
আসলামও তাকে মারতে উদ্যত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর দুজনের পক্ষ নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হলে আসলে উত্তেজনা বৃদ্ধি পায়। খবর পেয়ে রাবির প্রক্টর তারিকুল হাসান ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হোসেন বিপ্লব এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

ছাত্রলীগ সমর্থক আসলাম হোসেন জানান, ওই সিট তার পরিচিত একজনকে দিতে আগেই তিনি বলে রেখেছেন।   কিন্তু মুজাহিদুল অন্য ছাত্রতে তোলায় এর প্রতিবাদ করায় ‍তাকে মারধর করা হয়। ‍

ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। তাই এ নিয়ে আর কথা বলতে চাইছি না।

রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব বলেন, ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনার সৃষ্টি। তা সঙ্গে সঙ্গেই মীমাংসা করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।