ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে ছাত্রলীগের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫
যবিপ্রবিতে ছাত্রলীগের মিছিল

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী রিয়াদ খুনের মামলার আসামি ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।

যবিপ্রবি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকলেও শনিবার (২৮ মার্চ) দুপুরে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।



মিছিল থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায়ে  আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় ধারাবাহিক কঠোর কর্মসূচির হুমকি দেয় নেতারা।

মিছিলে নেতৃত্ব দেন যবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুজ্জামান রাজন, সহ সভাপতি শাকিল আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরমান মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক সিমন আল হিমেল, সমাজকল্যাণ সম্পাদক মোস্তাফা তারেক প্রমুখ।

অন্তর্কোন্দলে জের ধরে গত বছরের ১৪ জুলাই খুন হন পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুল ইসলাম রিয়াদ। এরপর ১৩ সেপ্টম্বর যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম হোসেনকে স্থায়ী বহিষ্কার করা হয়।

এরপর ওই খুনের মামলায় গ্রেফতার হন তারা। চলতি বছরের ২৪ মার্চ জামিনে জেল থেকে মুক্তি পান তারা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।