ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রতিবন্ধীদের কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
প্রতিবন্ধীদের কর্মমুখী শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

চট্টগ্রাম (মিরসরাই): আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে জানিয়ে গৃহায়ন-গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ভবিষ্যতে প্রতিবন্ধীদের কর্মমুখী শিক্ষা ও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে মিরসরাই উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



এ সময় মন্ত্রী শিক্ষার গুণগত মান উন্নয়নে তার সরকারের গৃহীত নানা পরিকল্পনা কথা তুলে ধরে বলেন, শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকার একযোগে ৩০ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করেছে, যা বাংলাদেশের অতীত ইতিহাসে বিরল।

বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া ও শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি বর্তমান সরকারের বিরাট সফলতা বলে উল্লেখ করেন মন্ত্রী।

উপজেলার প্রায় ১২শ প্রাথমিক শিক্ষক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন, মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, জসীম উদ্দিন, চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুর কাদের চৌধুরী, আজিজুল হক নিজামী প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার মোট ২৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ২ জনকে হুইল চেয়ার, ৪ জনকে টেবিল চেয়ার ও বাকিদের নগদ টাকা সহায়তা তুলে দেন মন্ত্রী। পরে শিক্ষার্থী-শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে মন্ত্রী ইলিশ প্রজনন মৌসুমে জেলেদের জাটকা আহরণ থেকে বিরত রাখাতে ভিজিএফ কার্ড কর্মসূচির আওতায় খাদ্য-শস্য (চাউল) বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপজেলার উপকূলীয় এলাকার ছয়শ জেলে পরিবারকে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।