ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে ৫০০ টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে ৫০০ টাকা!

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল কলেজে এইচএসসি’র প্রবেশপত্র সংগ্রহের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। এ নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।



জানা গেছে, ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। চলতি এইচএসসি পরীক্ষায় হাজিরহাট উপকূল কলেজ থেকে ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এসব শিক্ষার্থীর কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ প্রতি প্রবেশপত্রের জন্য ৫০০ টাকা করে আদায় করছে। অধিকাংশ পরীক্ষার্থী অতিরিক্ত টাকা দিয়ে প্রবেশপত্র নিতে অনীহা প্রকাশ করলেও; শেষ পর্যন্ত টাকা দিয়েই নিতে বাধ্য হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, অবৈধভাবে আমাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। টাকা ছাড়া প্রবেশপত্র দেওয়া হচ্ছে না।

অভিভাবকরা ক্ষোভের সঙ্গে বলেন, গত বছরগুলোতেও একইভাবে প্রবেশপত্রে বিতরণে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এটি যেন দেখার কেউ নেই।   

কলেজের একটি সূত্র জানায়, পরীক্ষা কেন্দ্রের আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য এ অর্থ নেওয়া হচ্ছে।

হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব বাংলানিউজকে বলেন, প্রবেশপত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকা আদায়ের বিষয় আমার জানা নেই।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভুষণ ভৌমিক বাংলানিউজকে বলেন, প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার কোনো বিধান নেই। নকলের সুবিধা নিতে বিভিন্নমহলকে খুশি রাখার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অন্যায়ভাবে এ টাকা নেওয়া হচ্ছে। বিষয়গুলো আমাদের নজরে আসছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।