ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের অরিয়েন্টেশন ১৯ এপ্রিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের অরিয়েন্টেশন ১৯ এপ্রিল

ঢাকা: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের জাতীয় স্মৃতিসৌধে শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ এপ্রিল এ অরিয়েন্টেশন অনুষ্ঠান হবে।


 
বুধবার (০১ এপ্রিল) দুপুরে এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর মুর্ত্তজা আলী বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, অধ্যক্ষ, বিভাগীয় শিক্ষকবৃন্দ, ডেপুটি রেজিস্ট্রারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টায় শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।