ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ২ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ৩০ লাখ টাকা অনুদান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জাবির ২ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর ৩০ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে ত্রিশ লাখ টাকা অনুদান দিয়েছেন।

বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধে পেট্রোল বোমায় দগ্ধ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানজিমুল হক অয়ন এবং তার পরিবারের তিন সদস্যের চিকিৎসা সহায়তায় বিশ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী।



এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন আইআইটির শিক্ষার্থী নুসরাত জেরিন জিনিয়ার চিকিৎসার জন্য দেন দশ লাখ টাকা।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে এ তথ্য জানানো হয়।

অনুদানের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।