ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
নোবিপ্রবিতে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, দিনব্যাপী  বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।



নোবিপ্রবির জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাছির উদ্দিন বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের অংশগ্রহণে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আবুল হোসেন বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং মেলায় সেরা স্টলকে পুরস্কৃত করবেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।