ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবিতে বৈশাখ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান

পবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
পবিপ্রবিতে বৈশাখ উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে একাডেমিক ভবনের সামনে থেকে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়।

পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শামসুদ্দীন, কৃষি অনুষদের ডিন প্রফেসর হামিদুর রহমান, প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার প্রফেসর ড. সুলতান মাহমুদ, সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক শাওন কুমার বাইন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, ছাত্রনেতা সাজিদ খান তাজিন, কেএম মেহেদি হাসান, অনিক খন্দকার, মুহাইমিনুল মুনান, রহমতউল্লাহ রিফাতসহ কৃষি অনুষদের সব শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কৃষি অনুষদ সপ্তম সেমিস্টারের ছাত্র ও অনুষ্ঠান কমিটির সমন্বয়ক মাহবুবুর রহমানের নান্দনিক উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর হামিদুর রহমান।

এছাড়াও দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে- শোভাযাত্রা, আবির ছড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, বিভিন্ন খেলাধুলা, সন্ধ্যায় ফানুস উড়ানোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশেষ আকর্ষণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মঞ্চস্থ হবে পবিপ্রবির শিক্ষার্থীদের অভিনীত বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘বেদের মেয়ে জোসনা’।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।