ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যৌন হয়রানির প্রতিবাদে শাবিতে মানববন্ধন ও মৌন মিছিল

শাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
যৌন হয়রানির প্রতিবাদে শাবিতে মানববন্ধন ও মৌন মিছিল

সিলেট (শাবি) : বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীর শ্লীলতাহানির ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও মৌন মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (১৯ এপ্রিল) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



এ সময় শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডের বিভিন্ন স্লোগান লিখে যৌন হয়রানির প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে মৌন মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে মুক্তমঞ্চের মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

ড. মুহম্মদ জাফর ইকবাল তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটি বড় শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত লজ্জাকর। এ ধরনের ঘটনা পুরো দেশ ও জাতীর ভাবমূর্তিকে নষ্ট করেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য নারী-পুরুষ নির্বিশেষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পহেলা বৈশাখের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে কতিপয় বখাটে কর্তৃক কযেকজন নারী শ্লীলতাহানির শিকার হন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।