ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাউবিকে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
বাউবিকে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে

গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে (বাউবি) একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে শিক্ষামন্ত্রী গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।



নুরুল ইসলাম নাহিদ বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার ব্যয় সহজেই কমিয়ে আনা সম্ভব। আধুনিক প্রযুক্তির এ সময়ে শিক্ষা হবে মানুষের দক্ষতা বৃদ্ধির হাতিয়ার। তাই শিক্ষাখাতকে সরকার অধিক গুরুত্বসহকারে বিবেচনা করে।

সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান, উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল হোসেন আহামেদ ভূঁইয়া।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৬ লাখেরও বেশি। প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত চতুর্থ সমাবর্তনে সারাদেশের সাত হাজার গ্র্যাজুয়েট এ সমাবর্তনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।