ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ৭, ২০১৫
শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক

ঢাকা: আর্থিকভাবে অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র, আদিবাসী ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক।

বুধবার (০৬ মে) রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে ঢাকা অঞ্চলের ৪১ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।



সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. খোরশেদ হোসেন ও দিদার মো. আব্দুর রব শিক্ষার্থীদের হাতে এককালীন ১৫ হাজার টাকার চেক তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে ব্যাংকের জেনারেল ম্যানেজার আ. ন. ম. মাসরুরুল হুদা সিরাজি, এ টি এম মিজানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনালী ব্যাংক সিএসআর’র আওতায় ২০১৪ সালে দেশব্যাপী এক হাজার ২শ’ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এক কোটি আশি লাখ টাকা বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ০৭, ২০১৫
এসই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।