ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মে ৯, ২০১৫
যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ২৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি  প্রফেসর ড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।



এ সময় উপস্থিত ছিলেন- যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম শাহী আলম, যবিপ্রবির ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম,  যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মজিদ, যশোর সরকারি এম. এম কলেজের অধ্যক্ষ নমিতা রানী বিশ্বাস, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজিজুল ইসলাম,  অধ্যাপক রুস্তম আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ০৯, ২০১৫    
এমজেড    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।