ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যৌন নিপীড়নের বিচার দাবিতে জাবি প্রশাসনিক ভবন অবরোধ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মে ১৩, ২০১৫
যৌন নিপীড়নের বিচার দাবিতে জাবি প্রশাসনিক ভবন অবরোধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আদিবাসী এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।



বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

পরে বেলা ১২টার দিকে উপাচার্য অফিস থেকে নেমে আন্দোলরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। এসময় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন উপাচার্যের সঙ্গে ছিলেন।

উপাচার্য আগামী ২৩ মে সিন্ডিকেট সভায় যৌন নিপীড়নের বিচার কাজ সম্পন্ন করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

‘উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে’ বলে জানিয়েছেন ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র সংগঠক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর।

পহেলা বৈশাখে বিভাগের অনুষ্ঠান শেষে হলে ফেরার পথে শহীদ সালাম বরকত হলের পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মীর যৌন নিপীড়নের শিকার হন আদিবাসী এক ছাত্রী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় আট শিক্ষার্থী ও ছাত্রলীগ পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করে।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানা যায়। তবে তদন্তের বিষয়ে বলতে অপারগতা প্রকাশ করেছেন সেলের সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার রহিমা কানিজ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।