ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে সরকারের ১০ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারসহ তিন দফা দাবিতে সোমবার (২২ জুন) বিকেলে সমাবেশ করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ।
রোববার (২১ জুন) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানা হয়।
অন্য দুটি দাবি হলো, ভর্তি ফি ও বেতন সরকারিভাবে নির্ধারণ এবং শিক্ষার বাণিজ্যিকীকরণের সব পরিকল্পনা বন্ধ করা।
এ ব্যাপারে আন্দোলনকারীদের সমন্বয়ক অরুপ দাস শ্যাম বাংলানিউজকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর ১০ শতাংশ ভ্যাট প্রত্যারহারসহ তিন দফা দাবিতে সোমবার বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ করা হবে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ২১, ২০১৫
আইএএ/এসএস