যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর শাখার উদ্যোগে 'Save the Environment, Save the Country, Save Yourself' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে যবিপ্রবি গ্যলারিতে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ড. সাইবুর রহমান মোল্লার সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পরিবেশ ও বন মন্ত্রনালয়ের সচিব রাশেদুল ইসলাম, যবিপ্রবির জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আনিছুর রহমান।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য ড. আব্দুস সাত্তার বলেন- পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে আর মানুষ বাঁচলে দেশ বাঁচবে।
তিনি আরো বলেন, সরকার, রাজনীতিবিদ, শিল্পপতি, আমলা, সব বিশ্ববিদ্যালয় ও দেশের জনগণের সমন্বিত প্রচেষ্টায় এই পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব। এছাড়াও তিনি পরিবেশ ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সেমিনারে অন্য বক্তারা পরিবেশ ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব ও এর প্রতিকার নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমজেড/