ইবি: প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো বৈষম্যমূলক অভিহিত করে তা বাতিল ও পুনঃনির্ধারণের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ জুন) বেলা ১১টায় অনুষদ ভবনের করিডোরে এ মানববন্ধনের আয়োজন করে ইবি শিক্ষক সমিতি।
ইবি শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ড. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক মহাসচিব অধ্যাপক ড. রাশিদ আসকারী, অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মো. রুহুল আমিন, অধ্যাপক ড. মো. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. শহীদ মো. রেজোয়ান, অধ্যাপক ড. মো. ইকবাল হুসাইন, অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, অধ্যাপক ড. মো. নজীবুল হক, অধ্যাপক ড. মো. মমতাজুল ইসলাম, অধ্যাপক ড. মেহের আলী ও অধ্যাপক ড. এ বি এম ফারুক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন স্কেল বাতিল এবং তা পুনঃনির্ধারণের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসআর