বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায় (বাকৃবি) শাখা ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সড়ক অবরোধ এবং মাইক্রোবাস ও অটোরিকশা ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২৯ জুন) সকাল ১০টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির দাবিতে অভ্যন্তরীণ সড়কে গাছের গুড়ি ও ইট ফেলে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়।
এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
এদিকে, ছাত্রলীগের বিক্ষোভের ফলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা বন্ধের উপক্রম হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের হস্তক্ষেপে তালা খোলা হলেও কিছু সময় পর আবারো প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ।
রোববার দিবাগত রাত ২টার দিকে কৃষি অনুষদের ছাত্র রিপন শেখ বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবুর মোটরসাইকেল নিয়ে নাস্তা করতে বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায় গেলে সাবেক ছাত্র মইনউদ্দিন সোহাগ ও বহিরাগত ইব্রাহিম মোটর সাইকেলটি নিয়ে যায়।
পরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকৃবির প্রথম গেটে নিরাপত্তাকর্মীদের কাছে মোটর সাইকেলটি ফেরত দিয়ে যায় অভিযুক্তরা।
অভিযুক্তদের জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের অনুসারী অভিযোগ করে ছাত্রলীগ নেতা রিপন শেখ জানান, অস্ত্রের মুখে শেষ মোড় থেকে সোহাগ ও ইব্রাহিম মোটরসাইকেলটি নিয়ে যায়।
তবে অভিযুক্ত সোহাগ বলেন, আমি মোটরসাইকেল ছিনতাই করেনি। বাবু আমার বন্ধু তাই তার মোটরসাইকেল নিয়েছিলাম।
বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু বলেন, প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসনের পক্ষ থেকে মামলার ব্যবস্থা করা হবে। মামলা ও শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, সোহাগ ও ইব্রাহিম জেলা ছাত্রলীগের সাথে জড়িত নয়।
মামলার বিষয়ে বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার বলেন, মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসআর/