ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ইবির ৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৫-১৬ অর্থবছরে ৬৫ দশমিক ২০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ফিন্যান্স কমিটির সভায় এ বাজেট ঘোষণা করা হয়।



সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের কাছে বাজেট হস্তান্তর করেন ট্রেজারার অধ্যাপক ড. আফজাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- অর্থ ও হিসাব অফিসের ভারপ্রাপ্ত পরিচালক আকামদ্দীন বিশ্বাস, উপ-পরিচালক ছিদ্দিক উল্লাহ (বাজেট) প্রমুখ।

এবার মোট বাজেটের  ৫৭ দশমিক ৭০ কোটি টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদন দিয়েছে এবং বাকি ৭ দশমিক ৫০ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে, এ বাজেটে মঞ্জুরি কমিশন ইবির গবেষণা খাতে কোনো বরাদ্দ দেয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।