বরিশাল: ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত না করায় আট শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (৬ জুলাই) বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ শোকজ করা হয়।
নোটিশ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- বরগুনার চন্দখালি ইসাহাক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠির নলছিটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রানাপাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালীর রাঙ্গাবালী কলেজ, পাজাখালি কলেজ, পিরোজপুরের ভান্ডারিয়া দৈহারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মিরুখালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কে সি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ।
নোটিশ সূত্রে জানা গেছে, ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি নিশ্চিত না করায় ৫ জুলাই বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে ওই আট শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।
এছাড়া কেন এ আট শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি (যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য) স্থগিত বা বাতিল করা হবে না তা শোকজ নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এসআই