ঢাকা: সচেতনতা বৃদ্ধি ও ক্ষয়ক্ষতি কমাতে শিক্ষা প্রতিষ্ঠানে বছরে অন্তত দু’বার ভূমিকম্পের মহড়া দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে সোমবার (৬ জুলাই) এ নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ৬ মে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।
নির্দেশনায় বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বছরে অন্তত দু’বার সুবিধাজনক সময়ে ভূমিকম্পের মহড়া অনুষ্ঠানের আয়োজন করতে হবে’।
ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এ নির্দেশনায় বোর্ডের আওতাধীন বিদ্যালয়গুলোতে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, মহড়া অনুষ্ঠানের ফলে ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।
নেপালে গত ২৫ এপ্রিল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির দিন বাংলাদেশেও কয়েক দফা ভূকম্পন অনুভূত হয়। এরপর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা গুরুত্ব পায় বলে জানান মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এমআইএইচ/এএসআর