রাজশাহী: ঈদ-উল-ফিতরের টানা ১৫ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
গত ১১ জুলাই থেকে বন্ধ হয়ে যাওয়া আবাসিক হলসমূহ এদিন সকাল ৯টায় খুলে দেওয়া হবে।
রাবি জনসংযোগ দফতর সূত্রে এ তথ্য জানানো হয়।
রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. ইলিয়াছ হোসেন জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সকল আবাসিক হল খুলে দেওয়া হবে। শনিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ জুলাই) থেকেই প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এসএস/এমজেএফ