রংপুর: দিনাজপুর বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার কমেছে ৩ দশমিক ২৯ ভাগ। আর জিপিএ-৫ কমেছে দুই হাজার ১৭৯ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, এবারের ফলাফলে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৫৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৮৫৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫২২ জন।
অন্যদিকে, রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে পাস করেছে শতভাগ। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৯৪ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৮০ জন ।
রংপুর ক্যাডেট কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।
রংপুর কারমাইকেল কলেজ থেকে ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২১২ জন জিপিএ-৫ পেয়েছেন।
এবার দিনাজপুর বোর্ডের ৫৮৪টি কলেজের ১৮২টি কেন্দ্র থেকে ৮৮ হাজার ৯৮৮ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৬২ হাজার ৬৭১ জন পাস করে।
এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৩৯৫ জন। গত বছর এ বোর্ডে ৯৭ হাজার ৩৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন চার হাজার ৪৭৪ জন।
এবার এ বোর্ডে ৫টি কলেজ থেকে কেউ পাস করেনি। আর শতভাগ পাস করেছে ২২টি কলেজের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসএস