ঢাকা: রাজধানীর বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে মিরপুরের রোকেয়া সরণি অবরোধ করেছেন।
বুধবার (০৫ আগস্ট) বেলা ২টার দিকে মিরপুর এলাকার তালতলা ও শেওড়াপাড়ার মাঝখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে তাদের দাবির কথা তুলে ধরেন।
এ সময় ওই এলাকার যান চলাচলের প্রধান রাস্তা বন্ধ হয়ে গেলে তীব্র যানজট শুরু হয়। পরে বেলা পৌনে ৩টার দিকে তারা অবরোধ তুলে নেন।
সম্প্রতি সরকার দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন বলে দাবি করেন তারা।
দাবি আদায়ে ফের বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের সামনে থেকে জাতীয় প্রেসক্লাবের উদ্দেশে যাত্রা করবেন। পরে সেখানে দেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ ভ্যাট আরোপের প্রতিবাদে সমাবেশ করবেন বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৫ (আপডেট: ১৫৪১ ঘণ্টা)
টিআই