ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সম্ভাব্য সূচি

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সম্ভাব্য সূচি

ঢাকা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক ভর্র্তি  পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
পরিষদ।

বুধবার (০৫ আগস্ট) রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উপাচার্যের কনফারেন্স কক্ষে পরিষদের এক  সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



শেকৃবির জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্ট্যান্ডিং কমিটির ২৪৪তম সভায় সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রুহুল আমিন।

এতে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ, শেকৃবি উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান, জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বুয়েটের উপাচার্য প্রফেসর খালেদা একরাম, জবি উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান, রাবি উপাচার্য  প্রফেসর মোহাম্মদ মিজানুদ্দিনসহ ২৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। কথা হয় প্রস্তাবিত ৮ম জাতীয় বেতনস্কেল নিয়েও।

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখ:

প্রকৌশল বিশ্ববিদ্যালয়-

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-১০ বা ১৭ অক্টোবর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) -৩১ অক্টোবর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)- ১৪ নভেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)- ৬ নভেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়- ২০ অথবা ২৭ নভেম্বর

কৃষি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-১৪ নভেম্বর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় -৫ ডিসেম্বর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় -১৮ ডিসেম্বর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ২৮- নভেম্বর
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়- ৭ নভেম্বর

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -১৩ নভেম্বর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৩০ নভেম্বর ও ১ থেকে ৩ ডিসেম্বর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-১৪ নভেম্বর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-২০ ও ২১  নভেম্বর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-২৭ ও ২৮ নভেম্বর
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-১৩ ও ১৪ ডিসেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২০ ও ২১ নভেম্বর

অন্যান্য বিশ্ববিদ্যালয়:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস -২৩,২৪,৩০ ও ৩১ অক্টোবর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়- ৪ ও ৫ ডিসেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয় -৯,১০,১৬,১৭,৩০ অক্টোবর ও ৬ নভেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয় পরের দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়-৯ থেকে ১২ নভেম্বর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- ১ থেকে ৯ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়- কুষ্টিয়া ১৫ থেকে ১৯ নভেম্বর
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-৯-১২ নভেম্বর
বরিশাল বিশ্ববিদ্যালয়-২৭ ও ২৮ নভেম্বর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-৪,৫ ও ৬ ডিসেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়-১১ ও ১২ ডিসেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়-১ অক্টোবর

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে বিশ্ববিদ্যালয়গুলো একাডেমিক কমিটিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় পরিষদের কাছে পাঠাতো। কিন্তু এতে একইদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি ঠিক হয়ে থাকে। এতে ঝামেলা সৃষ্টি হয় ভুর্তিচ্ছুকদের মধ্যে।

তাই এবার যাতে এ ধরনের সমস্যা না হয় সেজন্য প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আলাদা আলাদা তারিখ নির্ধারণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় পরিষদ।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।